শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

জানা নেই~সংগ্রহ


রোদ্দুরে পুড়বে ভেবেই
মেঘ হতে চেয়েছিলাম,
এতটুকু ছায়া দিতে পারিনি,
বাষ্প হয়েই উবে গেলাম।
বৃষ্টিতে ভিজবে বলেই
... বর্ষাতি হতে চেয়েছিলাম,
তবুও তুমি ভিজলে,
আমি বর্ষা হয়েই ভেসে গেলাম।
একদিন কাছে টানবে বলেই
একটু দূরে ছিলাম,
মনের দেয়াল টপকাতে পারিনি
তাই দূরেই রয়ে গেলাম।
রোদ, বৃষ্টি, বাষ্প, বর্ষাতি
আজও কিছুই বদলায়নি,
আমিই বদলে গেছি,
তুমি বদলে যাও তা কখনো চাইনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন